শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

হবিগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৫৯ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কনফারেন্স কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে (ক) সাক্ষী এবং অভিযুক্তদের প্রতি ইস্যুকৃত সমন এবং বিভিন্ন প্রসেস জারীকরণ; (খ) অনুসন্ধান এবং তদন্তকালীন দীর্ঘ সূত্রিতা ও প্রতিবন্ধকতা দূরীকরণ; (গ) জখমী সনদ ও ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তির প্রতিবন্ধকতা দূরীকরণ ছিলো মূল প্রতিপাদ্য বিষয়।
২০২৩ সালের জানুয়ারি হতে জুন পর্যন্ত অত্র ম্যাজিস্ট্রেসীতে দায়েরকৃত মামলার সংখ্যা ও নিষ্পত্তির একটি সংপ্তি পরিসংখ্যান ও তুলনামূলক বিবরণী পর্যালোচনাও বিশেষ গুরুত্ব পায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাকির হোসাইন। পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স এর ফোকাল পার্সন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ছিফাত উল্লাহ এর সঞ্চালনায় পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অত্র সম্মেলনে সভাপতিত্ব করেন মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, তত্ত্বাবধায়ক ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতাল হবিগঞ্জ ডাঃ মোহাম্মদ আমিনুল হক সরকার।
এছাড়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, সিভিল সার্জন হবিগঞ্জ এর প্রতিনিধি, আর.এম.ও. ডা. মোমিন উদ্দিন চৌধুরী, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ, সহকারী পরিচালক, ৫৫ বি.জি.বি, হবিগঞ্জ, র‌্যাব-৯ সিপিসি-০১ শায়েস্তগঞ্জ এর প্রতিনিধি, পিবিআই, সি.আই.ডি, ডি.বি, কোর্ট পুলিশ পরিদর্শক, সকল থানার অফিসার ইনচার্জগণ, হবিগঞ্জ জেলা বার এর সভাপতি মোঃ আবুল মনসুর চৌধুরী, সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট এম. শামীম আহমেদ সহ ফৌজদারী মামলা দায়ের, তদন্ত ও বিচার কাজের সাথে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com