রবিবার, ১২ মে ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগুয়া গ্রামে ৩ মার্ডার মামলার প্রধান আসামী বদির ব্রাহ্মবাড়িয়া থেকে গ্রেপ্তার ॥ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় ॥ শিক্ষক রিপন দাস ও নিম্নমান সহকারী রুমেন চৌধুুরী বরখাস্ত দাবা প্রতিযোগিতার উদ্বোধন করলেন এমপি আবু জাহির সদর থানা পুলিশের অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি আটক ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত নবীগঞ্জে হ্যামট্রামেক সিটির কাউন্সিলর মুহিত মাহমুদকে নাগরিক সংবর্ধনা নবীগঞ্জের গজনাইপুর ও দেবপাড়ায় ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারকে সুরবিতানের সংবর্ধনা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান নুরুল হক টিপুকে সমর্থন ও সহযোগিতার আহ্বান ॥ ১৮ মে শনিবার হবিগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের সমাবেশ আগুয়া গ্রামে সংঘর্ষে আহতদের সদর হাসপাতালে দেখতে গেলেন এমপি রুয়েল ও সাংবাদিক পাবেল

বিক্ষোভ মিছিল শেষে জি কে গউছ অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে তারেক রহমানকে সাজা দিয়েছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। গতকাল বুধবার রাতে শহরের শায়েস্তানগরস্থ প্রধান সড়কে এই মিছিল করা হয়। পরে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- ফরমায়েশি রায় দিয়ে দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। ফ্যাসিবাদি আওয়ামীলীগ সরকার অবৈধভাবে দেশের ক্ষমতায় টিকে থাকতে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে এই সাজা দিয়েছে। বিরোধীদলের নেতাকর্মীর বিরুদ্ধে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। এতেও আওয়ামীলীগের শেষ রা হবে না। জনগণের তীব্র আন্দোলনের মুখেই আওয়ামীলীগের পতন নিশ্চিত হবে। সেই দিন আর বেশি দূরে নয়। তিনি বলেন- দেশে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই, বাক-স্বাধীনতা নেই, মানুষের জানমালের নিরাপত্তা নেই। তাই দেশের মানুষ গ্রহন যোগ্য, নিরপেক্ষ ও তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন চায়। দেশে সুশাসন চায়, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। ইনশাআল্লাহ, জনগণের বিজয় নিশ্চিত। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনামুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি নকীব ফজলে রকীব মাখন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নুরুল ইসলাম নানু, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আফজাল হোসেন, হাবিবুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু ছালেক, বিএনপি নেতা হাজী সজলু মিয়া, আব্দুল কাইয়ুম মেরাজ, এডভোকেট ইলিয়াছ, এস এম মানিক, শাহ মশিউর রহমান কামাল, শিপন আহমেদ আছকির, কাজী শামছু মিয়া, ফরিদুল হক, কামাল আহমেদ, আনিসুজ্জামান জেবু, আব্দুস সালাম, সফিক মিয়া, মখলিছুর রহমান, ফারুক আহমেদ, তাজুল ইসলাম, যুবদল নেতা তৌফিকুল ইসলাম রুবেল, এডভোকেট গুলজার খান, এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল, দুলাল মিয়া, রবিউল আলম রবি, নজরুল ইসলাম কাওছার, টিপু আহমেদ, আব্দুল আহাদ আনসারী, সাইফুল ইসলাম রকি, আব্দুল মোতলিব মহসিন, মুর্শেদ আলম সাজন, শেখ মামুন, আব্দুল হক, মফিজ মিয়া, আব্দুল হান্নান, মালেক শাহ, শাহজাহান মিয়া, চন্দন বাবু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com