শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

মাধবপুরে বিজিবির হাতে আটক ৩০টি মহিষের নিলাম স্থগিত

  • আপডেট টাইম বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর থেকে হবিগঞ্জ বিজিবি সদস্যদের হাতে আটক ৩০টি মহিষের নিলাম স্থগিত করেছে আদালত। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে পাইকার নাটোর জেলার সিংড়া উপজেলার ধুলাউড়ি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র বেলাল হোসেন ও মকসেদ আলীর পুত্র পিয়ারুল মিয়া বাদি হয়ে হবিগঞ্জের বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইনের আদালতে মামলা দায়ের করেন। যার নং-সিআর ২/২৩ইং।
মামলা আমলে নিয়ে নিলাম আদেশ স্থগিত করে আগামী দুই দিনের মধ্যে আদালতকে অবহিত করার জন্য সিইও ৫৫ বিজিবির কোম্পানী, হবিগঞ্জ সদরকে নির্দেশ প্রদান করেন। এ ছাড়া আগামী ৬ আগষ্ট পরবর্তী শুনানীর জন্য তারিখ ধার্য্য করা হয়। প্রসঙ্গত, মহিষের পাইকার বেলাল মিয়া জানান, গত ২৭ জুলাই সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বোগলা বাজার থেকে ৩০টি মহিষ কিনে তিনি গত ৩১ জুলাই রাজশাহী অঞ্চলে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। ওই দিন বেলা ১২ টার দিকে পথে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় হবিগঞ্জ বিজিবির একটি দল তাদেরকে থামিয়ে সেগুলি চোরাই পথে ভারত থেকে আনা হয়েছে বলে দাবি করেন। এ সময় তাদের সঙ্গে থাকা কাগজপত্র দেখালে সেগুলি ছিড়ে ফেলে দিয়ে তাদেরকে চা বাগানে নিয়ে ছবি তুলে সেখান থেকে হবিগঞ্জে বিজিবি ক্যাম্পে নিয়ে যান এবং মহিষ রেখে তাদের ছেড়ে দেন। মহিষ আটকের তিন ঘন্টার পর মধ্যে বিকাল তিনটার দিকে তড়িগড়ি করে হবিগঞ্জ এর কাস্টম বিভাগের মাধ্যমে মহিষগুলো গুলি নিলাম দেয়ার চেষ্টা করা হয়। নিলামের সময় উপস্থিত একাধিক ব্যক্তি নিলামটি যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা প্রশ্ন করলে নিলাম স্থগিত করা হয়।
মহিষগুলো বর্তমানে ধুলিয়াখাল বিজিবি ক্যাম্পে রয়েছে। কিন্তু মহিষের মালিকের দাবি মহিষগুলো বিজিবির হেফাজতে থাকায় খাবারের অভাবে মারাও যেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com