মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক যায়যায় দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে মাধবপুর প্রেসক্লাবের মিলনায়তনে সাবেক সভাপতি, যায়যায়দিন প্রতিনিধি আলাউদ্দিন আল রনি’র সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার (মাধবপুর-চুরুঘাট) সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ওসি তদন্ত আতিকুর রহমান, ট্রাফিক ইন্সেপেক্টর জালাল উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র শেখ জহিরুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র হাজী দুলাল খাঁ, পৌর বিএনপির সহসভাপতি মোঃ মাসুকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, সাবেক সভাপতি শংকর পাল সুমন, সাবেক আহবায়ক আইয়ুব খান, সাবেক সাধারণ সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের, সাবেক সহসভাপতি হাজী কে.এম সামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, কার্যকরি কমিটির সদস্য সানাউল হক চৌধুরী শামিম, এমক্রামুল আলম লেবু, দৈনিক অর্থনীতির প্রতিনিধি মোঃ লিটন পাঠান, ব্যবসায়ী সোহেল মাহমুদ প্রমুখ। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে যায়যায় দিনের উন্নতি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা হাজী কে.এম সামসুল হক।