মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ইউএনও পদ্মাসন সিংহ। তিনি বলেন, সারাণ শুধু পড়ো পড়ো করলে ছেলেমেয়েদের ভালো লাগে না। খেলাধুলার মধ্য দিয়ে তাদের পড়ালেখা শেখাতে হবে। তবেই সেটা ফলপ্রসূ হবে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, আমরা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই। যাতে তারা পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারে। এ কথা মাথায় রেখেই সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পদ্মাসন সিংহ এ কথাগুলো বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম, শিক্ষক সোনিয়া ইকবাল শম্পা’র পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, বিশিষ্ট শিক্ষাবিদ ও বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিপূল ভূষন রায়, একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্দি দাশ, আওয়ামীলীগ নেতা ও অভিভাবক প্রতিনিধি আসাদুর রহমান খান, মোঃ কবির মিয়া, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক গোলাম রব্বানী, দিপক কুমার গোপ, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে একটি আকর্ষনীয় ইভেন্ট ছিল অতিথিদের জন্য পাতিল ভাঙ্গা প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহন করে ১ম স্থান অর্জন করেন ইউএনও পদ্মাসন সিংহ। পরে অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ইউএনও পদ্মাসন সিংহ’র হাতে এ পুরস্কার তুলে দেন।