স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের তাজপুরে আদালতের আদেশ অমান্য করে এক নিরীহ ব্যক্তির জায়গা দখল করে ধান রোপন করার অভিযোগ উঠেছে । শুধু তাই নয় ওই জায়গায় গাছপালা রোপনসহ ফলাদি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। জানা যায়, ওই গ্রামের বাদি তাহির মিয়া নালিশা ভূমি দখল করতে যায় একই গ্রামের আব্দুল ওয়াদুদ গং। বিষয়টি আচঁ করতে পেরে বাদি আদালতে একটি ১৪৪ ধারার মামলা করেন। আদালত নালিশা ভূমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু তারপরও এ আদেশ উপেক্ষা করে দেশীয় অস্ত্র নিয়ে নালিশা ভূমি জোরপূর্বক দখল করে ধান ফলানোসহ গাছ রোপন করে। এ ছাড়া আগে উল্লেখিতরা তার ফলাদি গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তাহির মিয়া।