শনিবার, ২৪ মে ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে শিক্ষক পিংকু কুমার দাশের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ২৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিংকু কুমার দাশের বিরুদ্ধে স্কুল ফাঁকি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অফিস কক্ষ থেকে সড়ানো সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে গত ০৭/০৬/২২ ইং তারিখে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন স্কুলের অভিভাবক কমিটির সভাপতি ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মর্তুজা আলী।
অভিযোগ সুত্রে জনা যায়, গত ২১/০৫/২২ তারিখে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটিতে থাকায় সহকারি শিক্ষক পিংকু কুমার দাশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্কুলের অফিস কক্ষ থেকে সড়িয়ে দিয়ে নিজে ভিডিও ধারণ করেন ও বিভিন্ন জনের মোবাইলে শেয়ার করে দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এছাড়াও তার বিরুদ্ধে যথা সময়ে স্কুলে না আসা ও ক্লাস ফাঁকি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত প্রতিবেদন হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করা হয়েছে। তবে তদন্তের বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com