বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে জেলা যুবলীগের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০০৫ সালের ১৭ই আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোটের প্রত্যক্ষ মদদে দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে হবিগঞ্জ জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে হবিগঞ্জ পৌর টাউন হলের সামনে বিক্ষোভ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। সমাবেশে পরিচালনা করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী।
এতে আরও বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, জেলা যুবলীগের সদস্য ও বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ নোমান আহমেদ।
এতে হবিগঞ্জ জেলা, পৌর, সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকারীদের প্রজন্ম এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে এসব ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে যুবলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগের সকল কর্মসূচি পালনে হবিগঞ্জ জেলা যুবলীগ বদ্ধ পরিকর। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবিগঞ্জ জেলাজুড়েই যুবলীগ সক্রিয় ভূমিকায় রয়েছে। স্বাধীনতা বিরোধীদের যে কোন ষড়যন্ত্র মোকাবিলা করতে যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে যাবেন বলে প্রত্যাশ্য ব্যক্ত করেন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com