শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

জিকির এবং দানের মাধ্যমে অনেক বালা- মুসিবত দূর হয়-সাইয়্যিদ আসজাদ মাদানী

  • আপডেট টাইম শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৩৭৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ কুতবে আলম সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী (রহ.) এঁর সুযোগ্য সাহেবজাদা সাইয়্যিদ আসজাদ মাদানী দা: বা: বলেছেন, দুনিয়া-আখিরাতে শান্তি পেতে হলে বেশি করে দান করতে হবে। পাশাপাশি বেশি করে জিকিরও করতে হবে। জিকির এবং দানের মাধ্যমে অনেক বালা-মুসিবত দূর হয়। অর্জন হয় মহান আল্লাহর সন্তোষ্টি ও বরকত।
গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) বাদ এশা বানিয়াচং উপজেলা সদরের সাগর দিঘির পশ্চিম পাড় ঈদগাহ মাঠে সর্বস্তরের আলেমদের উদ্যোগে ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে নির্ধারিত সময়ের আগেই প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরবর্তিতে জনসভায় রূপ নেয়।মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন ও মাওলানা শায়েখ সিরাজুল ইসলামের যৌথ সঞ্চালণায় সীরাত সম্মলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দেওবন্দ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি শিহাব উদ্দিন, শায়খুল হাদিস মোহসিন আহমদ, মাওলানা শুয়েব রাজা, শায়খুল হাদিস মোশাহিদ কাসেমী ও মাওলানা আব্দুল কদ্দুস।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, জেলা আওয়ামীলীগের কৃষিও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, আলহাজ্ব কবির মাস্টার, মাওলানা ইউনুস আলী, মাওলানা আব্দুল অলি, হাফেজ আব্দুল্লাহ, মাওলানা আবুল কাশেম, মুফতি আহমদ আলী, মাওলানা আবুল আহমদ, হাফেজ মাওলানা মোবাশ্বির আহমদ, হাফেজ শহিদুল ইসলাম ও সাংবাদিক, রাজনীতিক এবং আলেম উলামাসহ প্রায় হাজার-হাজার বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com