শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

লোকালয়ে উদ্ধার সাপ সাতছড়িতে অবমুক্ত

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগর সাপের একটি বাচ্চা চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। গতকাল রোববার (৭ আগস্ট) দুপুরে সাপটি অবমুক্ত করেন সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল আমিন। হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মা জানান, সকালে চুনারুঘাট গাজীপুর ইউনিয়নের গনকিরপার গ্রাম থেকে অজগরের বাচ্চাটি উদ্ধার করা হয়। পরে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশে সাপটি অবমুক্ত করা হয়েছে।
এসময় অন্যদের মধ্যে সাতছড়ি বন্যপ্রাণী বিট কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী, হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মা, প্রসেনজিত দেববর্মাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com