মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

শিক্ষক হত্যা ও নিপীড়নের প্রতিবাদে বানিয়াচংয়ে শিক্ষক সমিতির মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৪৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ প্রভাষক উৎপল সরকারকে হত্যা, অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করা এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নিপীড়নের প্রতিবাদে বানিয়াচংয়ে মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয়। অন্যতায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জু দাশ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, বানিয়াচং আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিএসডি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবাশ্বির আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব মানিক, বানিয়াচং প্রেসকাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, আইডিয়াল কলেজের প্রভাষক সাংবাদিক জসিম উদ্দিন, সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা লাল দাশ, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলী রহমান, সাধারণ সম্পাদক আাসাদুজ্জামান খান, মুরাদপুর এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মহসিন, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহমেদ ইমতিয়াজ বশির, ডাক্তার ইলিয়াছ একাডেমির সহকারি শিকিা দীপু রানী সরকার, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নানু মিয়া ও বিজিএম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদুর রহমান সিজিল। সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ বৈষ্ণব, বিজিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, মহারত্নপাড়া এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেব, উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাবেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মিটন চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক নির্মল আচার্য, আব্দুল তাজ, কাঞ্চন শীল, আব্দুল্লাহ মিয়া, মহিতোষ দাশ, জবা পাল, বীরেশ সরকার, নিটু আচার্য্য, রাশেদুল ইসলাম, শাব্বীর আহমদ শিবলী, শাওন মহারত্ন, উপেন্দ্র দাস, উত্তম দাশ, গৌর হরি দাশ, রিপন দাশ, রুমেন চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ। মানববন্ধনে মুরাদপুর ইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মহসিনকে কর্মস্থলে যেতে দেয়াসহ তার বেতন-ভাতা পরিশোধের দাবি জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com