শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

আমির চাঁন ফাউন্ডেশন ইউকে, শাহ্পরান মসজিদ ইউকে ও লাইফ প্লাসের উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুরে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আমিরচাঁন ফাউন্ডেশন, শাহপরান মসজিদ ইউকে ও লাইফ প্লাস ইউকে’র আর্থিক সহযোগিতায় সুনামগঞ্জের তাহিরপুরের ৭টি ইউনিয়নের ২ হাজার ১১৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত বুধবার এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তাহিরপুর থানা পুলিশের সহায়তায় ত্রাণ বিতরণ করেন হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল কাশেম। তাঁর সাথে ত্রাণ বিতরণে অংশ নেন দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, বাংলাভিশন হবিগঞ্জ প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, পিবিআই’র ওসি মুক্তাদির হোসেন রিপন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন প্রমূখ। ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে ৩ কেজি মুড়ি, ৩ কেজি চিড়া, ২ প্যাকেট বিস্কুট, ২ প্যাকেট ড্রাইকেক, ২ পিস সাবান, গুড়, মোমবাতি, ম্যাচসহ ৫ দিনের খাবার দেয়া হয়। তম্মধ্যে, তাহিরপুর সদর ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির ও তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ তরফদার শাহিন। এ ব্যাপারে আমির চাঁন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইংল্যান্ডের মানচেস্টার শহরের শাহপরাণ মসজিদের সভাপতি সমাজসেবক মোঃ আবুল কাশেম বলেন, ১০ বছর পূর্বে তিনি তার পিতা-মাতার নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই এই ফাউন্ডেশনের মাধ্যমে নানা সমাজসেবামূলক কর্মকান্ড করে যাচ্ছেন। বিশেষ করে শিক্ষার উন্নয়নে কাজ করছেন বেশি। ইতোমধ্যে তিনি নবীগঞ্জের দিনারপুর কলেজে তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা ভবন, বাহুবলের গুলগাঁও এতিমখানা ও মসজিদ নির্মাণ, উমেদনগর টাইটেল মাদ্রাসায় মিম্বর নির্মাণসহ নানা জনহিতকর কল্যাণমূলক কাজ করেছেন। পিতা-মাতার নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর হতে ২৪ জন এতিম শিক্ষার্থীকে ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার টাকা করে বৃত্তি দিয়ে যাচ্ছেন। সাহায্যপ্রাপ্ত শিক্ষার্থী হাফেজ হয়ে মাদ্রাসা ত্যাগ করলে ওই শিক্ষার্থীর স্থলে অন্য শিক্ষার্থীকে অন্তর্ভূক্ত করে বৃত্তি দেয়া হচ্ছে। যতদিন এ ফাউন্ডেশন থাকবে ততদিন এ ধরণের সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, করোনাকালে কর্মহীন অসহায়দের মাঝে তিনি প্রায় ২৫ লাখ টাকার খাদ্য বিতরণ করেছেন। লন্ডনেও তিনি প্রতি সপ্তাহে একদিন গৃহহীনদের খাদ্য দিয়ে থাকেন। তাঁর বর্তমান লক্ষ্য নবীগঞ্জে ঈমান আলী এতিমখানা ও টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। ওই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করবে তাদেরকে ৩ বছর মেয়াদী কারিগরি প্রশিক্ষণ দেয়া হবে। যাতে প্রতিটি শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি কারিগরি জ্ঞানে দক্ষ হয়ে গড়ে উঠে দেশের বোঝা না হয়ে সম্পদে পরিণত হয়। সুনামগঞ্জে ত্রাণ বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, শাহপরান মসজিদ ইউকে’র প্রায় ৪শ’ শিশু শিক্ষার্থী মক্তব থেকে অর্থ উত্তোলন করে ত্রাণের জন্য প্রদান করেছে। মূলত সুনামগঞ্জে বিতরণকৃত ত্রাণের মধ্যে তাদের আর্থিক সহযোগিতাই সবচেয়ে বেশি। তিনি সুনামগঞ্জের তাহিরপুরে সুন্দরভাবে ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা করায় হবিগঞ্জের কৃতি সন্তান ও তাহিরপুর থানার ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার শাহিন এবং ট্যুরিস্ট বোট ‘কপোতাক্ষ’ দিয়ে সহায়তা করায় অনির্বাণ লাইব্রেরির প্রতিষ্ঠাতা রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি জয়দেব কুমার ভদ্র এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও তিনি সমাজসেবামূলক কর্মকান্ডে তাদের সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, শীঘ্রই নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com