স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার এড়ালিয়া গ্রামের সালমা বেগম (২৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে খাগাউড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ ঘটনাস্থলে গিয়ে তার লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র। জানা যায়, এক সপ্তাহ আগে সালমা সিজারে একটি পুত্র সন্তান জন্ম দেন। এ ছাড়া তার আরেকটি ৭ বছরের সন্তান রয়েছে। ইতোমধ্যে তার দুইটি বিবাহ বিচ্ছেদ হয়। সর্বশেষ বানিয়াচং মধুখানি গ্রামের তার খালাতো ভাই ইলেক্ট্রিশিয়ান ফয়ছল আহমেদের নিকট ১ বছর আগে বিয়ে হয়। সন্তান প্রসবের আগ মূহুর্তে সালমা তার পিত্রালয়ে চলে আসে। গতকাল বিকাল ৪টার দিকে পরিবারের লোকজন তীরের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে নামিয়ে পুলিশকে খবর দেয়।
ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে স্থানীয়ভাবে জানা গেছে, নানা কারণে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিলো।