শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

শুদ্ধাচার পুরষ্কার পাওয়ায় জেলা প্রশাসক ইশরাত জাহানকে শুভেচ্ছা জানালো নাট্যদল জীবন সংকেত

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শুদ্ধাচার পুরষ্কার অর্জন ও হবিগঞ্জের সংস্কৃতি অঙ্গণে ভূমিকা রাখায় জেলা প্রশাসক ইশরাত জাহানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দেশের অন্যতম নাট্যদল জীবন সংকেত। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় দেশের ৫০ নির্বাচিত নাটকের একটি বীরযোদ্ধা ‘জ্যোতিসংহিতা’ দেখার আমন্ত্রণ জানায় নাট্যদলটির প্রতিনিধিরা। তিনি সানন্দে সে আমন্ত্রণ গ্রহণ করেন এবং শিগগিরই নাটকটির প্রদর্শনী করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
জেলা প্রশাস ইশরাত জাহান নাটক তথা সাংস্ক”তিক কর্মকাণ্ডে হবিগঞ্জ জেলা যাতে এগিয়ে থাকে সেজন্য তাঁর সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নাট্যদলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রেসিডিয়াম মেম্বার, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক ও জীবন সংকেতের সভাপতি অনিরুদ্ধ কুমার ধর, জীবন সংকেতের সিনিয়র সদস্য নাট্যকার রুমা মোদক, প্রশান্ত ভট্টাচার্য রিংকু, মোঃ আজহারুল ইসলাম চৌধুরী, তন্বী পাল, জুয়েল রায়, নাসির উদ্দিন রাসেল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com