শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে বানিয়াচংয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৬০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.) কে ভারতের নুপুর শর্মা ও নবীন জান্দাল কর্তৃক কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে পৃথকভাবে স্থানীয় বড় বাজার ও গ্যানিংগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মাওলানা শায়েখ মখলিছুর রহমান। এতে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল জলিল ইউসূফী, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, মুফতি আহমদ আলী, মাওলানা আবুল কাশেম, মাওলানা ফারুক আহমদ আনসারী ও হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন, একের পর এক ইসলাম ও বিশ্বনবী হযরত মুহম্মদ (সা.) সম্পর্কে একটি দেশ থেকে কটুক্তি করে যাবে আর মুসলমানরা ঘরে বসে থাকবে তা হতে পারে না। বিশ্বের ২শত কোটি মুসলমান আজ জেগে উঠেছে নুপুর শর্মা এবং নবীন জান্দালের ফাঁসির দাবিতে। বর্তমানে সংসদ চলমান রয়েছে। অনতি বিলম্বে জাতীয় সংসদ থেকে রাষ্ট্রীয়ভাবে বিশ্বনবী সম্পর্কে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য জোর দাবি জানান নেতৃবৃন্দ। বানিয়া

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com