শনিবার, ২৪ মে ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

অবশেষে হবিগঞ্জ বিদ্যুত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজ প্রত্যাহার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪
  • ৪৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুতের ভয়াবহ বিপর্যয় ও নানা অনিয়মের অভিযোগে হবিগঞ্জ বিদ্যুত সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করা হয়। গত বছরের ৩ জুলাই তিনি হবিগঞ্জে যোগদান করেন।
জানা যায়, বিগত কয়েক মাস যাবত জেলা শহরে বিদ্যুতের ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিনই শহরের কোন না কোন স্থানে ট্রান্সফর্মার বিনষ্ট হচ্ছে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুত না পেয়ে সাধারণ মানুষ শেষ পর্যন্ত রাস্তা অবরোধ, বিদ্যুত অফিসে হামলা ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে নালিশ করা হয়েছে। শুধু মে ও জুন মাসে বিদ্যুত অফিসে ১২বার হামলার কারনে ৪টি টেলিফোন বিনষ্ট, কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী ঘটনায় ১০ জন আহত হয়। বিদ্যুত অফিসের লোকজন বিক্ষুব্ধ হয়ে কর্মবিরতি এবং থানায় সাধারণ ডায়েরী করেছে। খোদ রমজান মাসে ইফতার, তারাবি ও সেহরির সময় ও বিশ্বকাপ ফুটবল না দেখতে পেরে বারবার হামলার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ গ্রাহকরা শহরের বেবিস্ট্যান্ড, পানি উন্নয়ন বোর্ড ও সায়েস্তানসগরের সামনে রাস্তায় অবরোধ করে। এ ব্যাপারে স্থানীয় গ্রাহকরা জানান, বিদ্যুত বিভাগের লোকজনের কর্তৃব্য অবহেলা, গাফিলতি, কয়েকশ টমটম গ্যারেজ থেকে মাসোহারা আদায় করারও অভিযোগ রয়েছে। তাছাড়া বিভিন্ন অভিযোগে শেষ পর্যন্ত উর্ধ্বতন কর্তৃপক্ষ মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com