শনিবার, ২৪ মে ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্নার শান্তি কামনায় গীতা পাঠ ও প্রার্থনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনার আত্নার শান্তি কামনায় শ্রীমদ্ভ ভাগবত গীতা পাঠ ও প্রার্থনা করা হয়েছে। জাতীয়তাবাদী দল হিন্দু নেতৃবৃন্দের আয়োজনে গতকাল ১ জুন বুধবার নবীগঞ্জ পৌর এলাকার গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গণে এ গীতা পাঠ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে গীতা পাঠ করেন বাবু সঞ্জয় দাশ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল (হবিগঞ্জ-১) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নন্টি দাশ সামন্ত, নিলকন্ঠ দাশ সামন্ত (নন্টি), নবীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু রসময় শীল, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিমাংশু সরকার ভজন, ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু নিতেশ দাশ। এতে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী পুরুষ উপস্থিত ছিলেন। উক্ত প্রার্থনা সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্নার শান্তি কামনায় প্রার্থনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com