নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা হাট বাজার থেকে পোনা মাছ জব্দ করে হাওরে অবমুক্ত করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নবীগঞ্জ মৎস্য কর্মকর্তা উপজেলার বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আউশকান্দি হীরাগঞ্জ বাজার, গোপলার বাজার, টুকের বাজার, বাংলা বাজার, নবীগঞ্জ বাজার ও আনমনু বাজার থেকে টাকি ও শোল মাছের ৪০ পাতিল পোনা (প্রায় ১ কোটি পোনা) মাছ জব্ধ করা হয়। পরে জব্ধকৃত পোনা মাছ জন সম্মূখে কুশিয়ারা নদী সহ অন্যান্য নদীতে অবমুক্ত করেন নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ কোন স্থানে মাছের পোনা বিক্রয় হলে সাথে সাথে খবর দেয়ার আহ্বান জানান। তিনি বরেন, পোনা রক্ষা না করতে পারলে দেশে মাছের সংখ্যা কমে যাবে। তাই এটা রক্ষা করতে হবে। তিনি বলেন, প্রথম বারের মতো তাদের এবার সাময়িক শাস্তি দেওয়া হয়েছে। এরপরও যদি পাওয়া যায় তাহলে আমরা উপজেলা প্রশাসন নিয়ে মাঠে নামবো।