নবীগঞ্জ ব্যুরো ॥ নবীগঞ্জে প্রতিপক্ষের দায়েরী মামলায় বিজ্ঞ আদালতে হাজিরা দিয়ে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষের লোকজনের হামলায় ৬জন আহত হয়েছে দাবী করা হয়েছে। হামলাকারীরা বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার বেরীগাঁও গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন এবং পরিদর্শন করেছেন। আহতদের মধ্যে ৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহতকে ভর্তি করা হয়েছে। এছাড়া লুটপাট ও ভাংচুরের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের বেরীগাঁও গ্রামে মসজিদের ইমাম রাখা না রাখা নিয়ে দু’গ্রুপে বিভক্ত হয়। এক গ্রুপে রয়েছেন ওই গ্রামের মনির মিয়ার ছেলে আনকার মিয়া গং অপর গ্রুপে রয়েছেন মৃত হাজী কালা মিয়ার ছেলে মতিন মিয়াগংরা। এনিয়ে উভয়ের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে বিগত ৮ মার্চ রাতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষে প্রায় ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আনকার মিয়া নামের একজনকে গ্রেফতার করে ৫১ ধারায় জেল হাজতে প্রেরন করেন। এ ঘটনায় ওই গ্রামের ছানু মিয়ার ছেলে হাফেজ আনকার মিয়া বাদী হয়ে ধৃত আনকার মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়।
ওই মামলায় বুধবার (২৩ মার্চ) সকালে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আমল আদালত-৫ এ আত্মসর্মপন করেন আনসার মিয়া, আছকর আলী ও আজাদ মিয়া। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক আছকর আলীর জামিন মঞ্জুর করে অপর দু’জনকে জেল হাজতে প্রেরন করেন।
আদালতের জামিন পেয়ে আছকন আলী তাদের সাথে থাকা মহিলাসহ স্বজনদের নিয়ে সন্ধ্যার দিকে নবীগঞ্জ থেকে ্একটি মিশুক গাড়ী নিয়ে বাড়িতে যাচ্ছিল। পথে গ্রামের ব্রীজের কাছে পৌছামাত্রই প্রতিপক্ষের ৩০/৪০ জনের স্বশস্ত্র দল উপর্যুপুরি হামলা করে মারপিট করে। তাদের হামলায় গর্ভবতী মহিলাসহ অন্তত ৬ জন আহত হয়। ঘটনার খবর পেয়ে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাদের ধাওয়া করে এবং বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আবু সাঈদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পৌছে পরিদর্শন ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেছেন।