শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

লাখাইয়ে ১৩ বছর ধরে এক্স-রে মেশিন নষ্ট ॥ দুর্ভোগে রোগী

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২১৬ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ দীর্ঘ ১৩ বছর ধরে বিকল হয়ে পড়ে আছে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন। নেই চালানোর জন্য একজন রেডিওগ্রাফার। ফলে উপজেলার ৬টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ এক্স-রে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালটি স্থাপনের পরে একটি এক্স-রে মেশিন চালু করা হয়। এরপর ২০০৯ সালের এক্স-রে মেশিনটি বিকল হয়ে যায়। পরে টেকনিশিয়ানরা এক্স-রে মেশিনটি মেরামতে ব্যর্থ হলে, দীর্ঘ প্রায় ১৩ বছর বন্ধ থাকে এক্স-রে সেবা। গত বছর ওই এক্স-র মেশিন টিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। হাসপাতালের রেডিওগ্রাফার বদলি হয়ে চলে গেছেন অন্যত্র। দীর্ঘদিন ধরে হাসপাতালটির এক্স-রে মেশিন নষ্ট থাকায় সেবা পাচ্ছে না এলাকাবাসী। তারা বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ দিয়ে শহরের বেসরকারি বিভিন্ন রোগ নির্ণয় কেন্দ্র থেকে এক্স-রে করাচ্ছেন। উপজেলার পূর্ব বুল্লা গ্রামের শিবলী মিয়া জানান, কয়েকদিন আগে মোটরসাইকেল চালাতে গিয়ে তার পায়ে ব্যাথা পায়। চিকিৎসা নিতে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু হাসপাতালটির এক্স-রে মেশিনটি বিকল থাকায় বাইরে থেকে এক্স-রে করান তিনি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা জামান বলেন,অনেক দিন ধরে এক্স-রে মেশিন টি নষ্ট হয়ে পরে আছে।গত বছর ওই মেশিন টি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমরা বার বার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করছি। এক্স -রে মেশিন টি ফেলে সঠিক সেবা পাবে জনগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com