শনিবার, ২৪ মে ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

বাহুবলে হত্যা মামলার আসামি গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৯৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে রাজু হত্যার দেড় বছর পর মামলার আসামি বাচ্চু মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (০৬ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও মাদ্রাসা সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাচ্চু মিয়া উপজেলার মিরপুর ইউনিয়নের রূপশংকর গ্রামের ইয়াদুল হোসেন পুত্র। মামলা সূত্রে জানা যায়, বিগত ১২/১১/২০২০ই, বৃহস্পতিবার রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাও গ্রামের ফিরোজ খাঁনের পুত্র রাজু খান (২২) কে হত্যার উদ্দেশ্যে আসামীগণ বাড়ি থেকে ডেকে বাচ্চু মিয়ার ঘরে নিয়ে ঝাপটিয়ে ধরে গামছা দিয়ে মুখ বেঁধে রড দিয়ে শরীরের নানা স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় আসামিদের নামামূখী আঘাতের ফলে রাজু খান অজ্ঞান হয়ে গেলে তাকে পার্শ্ববর্তী পশ্চিম ভাদেশ্বর গ্রামের দোকানের পাশে পেলে রেখে চলে যায়। পরে খবর পেয়ে রাজুর পরিবারের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তিরত অবস্থায় রাজুর কাছ থেকে ঘটনার বর্ণনা শুনেন তার পরিবার। পরে তার অবস্থার অবনতি ঘটায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তাৎক্ষনিক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে রাজু খান মৃত্যুর খোলে ঢলে পড়েন। ঘটনার পরপর নিহত রাজুর পিতা ফিরোজ খান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে আদালতে মামলা দায়ে করেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি বাচ্চু মিয়াকে জিজ্ঞাসাবাদ চলছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com