স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় স্যামসাংয়ের নতুন এক্সপিরিয়েন্স সপ ‘ডিজিটাল ভিশন’ চালু হয়েছে। গতকাল মঙ্গলবার জমকালো আয়োজনে সপটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
স্যামসাংয়ের নতুন এ এক্সপিরিয়েন্স সপে মোবাইল ফোন ও স্যামসাংয়ের অরিজিনাল যন্ত্রাংশ পাওয়া যাবে। শনিবার ব্যতিত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ প্রতিষ্ঠান খোলা থাকবে। রয়েছে হোম ডেলিভারীর ব্যবস্থাও।
এক্সপিরিয়েন্স সপের দায়িত্বে থাকা মাহমুদুর রহমান শোভন জানান, স্যামসাংয়ের গ্রাহকদের নানা সুবিধা নিশ্চিতের জন্য এই শপটি প্রতিষ্ঠা করা হয়েছে। সবদিকের মানুষের যাতায়াত ব্যবস্থার বিষয়ে চিন্তা করে জেলা শহরের প্রাণকেন্দ্র বাণিজ্যিক এলাকা সড়কের আলিফ শাহ সেন্টারে বনফুলের পাশে এ প্রতিষ্ঠান করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, বিশিষ্ট মুরুব্বী ও ব্যবসায়ী শরীফ উল্লাহ, জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ, একাত্তর টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি শাকীল চৌধুরী, মহিবুর রহমান দুলন, সাবেক কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, মুখলিছুর রহমান ফয়সল, মোঃ রুবায়েত, শিপন আহমেদ, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, ব্যবসায়ী মহিবুর রহমান শাওন।
আরও উপস্থিত ছিলেন স্যামসাং মোবাইলের এরিয়া ম্যানেজার মৌসুম, নগদের এরিয়া ম্যানেজার নিয়ামুল বাশার, নগদের ডিস্ট্রিবিউশন ম্যানেজার হাবিবুর রহমান রিংকু প্রমুখ।
এক্সপিরিয়েন্স সপ ‘ডিজিটাল ভিশন’ এর উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছে মাসব্যাপি র্যাফেল ড্র। মাসজুড়ে সেবা নিতে আসা গ্রাহকদের একটি করে কূপন দেয়া হবে। পরে ড্রয়ের মাধ্যমে প্রথম পুরস্কার স্মার্টফোন, দ্বিতীয় পুরুস্কার স্মার্টওয়াচসহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার দেয়া হবে। র্যাফেল ড্রতে অংশ নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন ‘ডিজিটাল ভিশন’ এর সত্ত্বাধিকারী এখলাছুর রহমান হিরন।