শনিবার, ২৪ মে ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

চুনারুঘাটে বিপুল পরিমাণ অনুমোদনহীন বিড়ি জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সুন্দরপুর বাজারে অভিযান চালিয়ে নকল ব্র্যান্ডলযুক্ত বিপুল পরিমাণ বাঁশি বিড়ি জব্দ করা হয়। র‌্যাব-০৯, হবিগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে এবং হবিগঞ্জ শহরে পুরান মুন্সেফী রোডে গিয়ে বাঁশি বিড়ির গোডাউন থেকে ৬ লাখ শলাকা নকল ট্যাক্সবিহীন বাঁশি বিড়ি উদ্ধার করে। এতে অংশ গ্রহন করেন হবিগঞ্জের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার। অভিযানের সময় বাঁশি বিড়ির ডিলারকে খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে সকল ব্যবসায়ী ও বাজার কমিটিকে নকল ব্র্যান্ডযুক্ত বিড়ি বিক্রয়কারীকে ধরিয়ে দিতে সহযোগিতা করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বাজার কমিটি সরকারের রাজস্ব ফাঁকিবাজদের ভবিষ্যতে বাজারে আসলে প্রশাসনকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com