বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

ইউনিয়ন নির্বাচনী হালচাল-৫ \ নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নে লড়াই হবে দ্বিমুখী

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২৯৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে \ আগামী ২৮ই নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তন্মধ্যে ৫নং আউশকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন প্রার্থী নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ৪ জনের মাঝে ২ জনের মাঝে লড়াই হবে বলে ধারনা সাধারন ভোটারদের। বর্তমান চেয়ারম্যান মহিবুর রহমান হারুন নির্বাচনে অংশ গ্রহন করেননি ইউপি নির্বাচনে-আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ২ বারের চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হামিদ নিকছন (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী এজহারুল হক চৌধুরী (আনারস), স্বতন্ত্র প্রার্থী মোঃ মফজ্জুল হক (চশমা) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন। এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১৯ হাজার ৪১০ জন। তন্মধ্যে পুরুষ ৯ হাজার ৬৫৩ জন ও মহিলা ৯ হাজার ৭৫৭ জন। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। মাইকিং পোষ্টার লিফলেট চেয়ে গেছে নির্বাচর্নী এলাকা। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় ৪ জনই সমানে সমান। তবে এ ইউনিয়নের মূল লড়াই হবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ দিলাওর হোসেন নৌকা ও আওয়ামীলীগের বিদ্রোর্হী প্রার্থী যুবলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হামিদ নিকছন (ঘোড়া) মার্কার। প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের সমীকরন। দলীয় নেতা কর্মীরা দলের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন দিন-রাত। গ্রাম,পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ভোর হতে মধ্যরাত পর্যন্ত।এর মধ্যে এখন পর্যন্ত প্রচারণায় এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হামিদ নিকছন। কোন অংশে কম নয় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ দিলাওর হোসেনও সাধারন ভোটারদের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া যায় ভোটাররা বলছেন অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ দিলাওর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হামিদ নিকছন লড়াই ইতি মধ্যেই জমে উঠেছে স্বতন্ত্র প্রার্থী এজহারুল হক চৌধুরী আনারস,স্বতন্ত্র প্রার্থী মোঃ মফজ্জুল হক চশমার প্রচার প্রচারনায় থেমে নেই। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায় এ ইউনিয়নে প্রতিদ্ব›িদ্ব ৪ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন।ফলে সরকার দলীয় প্রতিক (নৌকা) ও জনগনের ভালবাসায় স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হামিদ নিকছন রয়েছেন আলোচনার কেন্দ্র” বিন্দুতে। ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে উৎসব আমেজে ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভোটারা। আগামীকাল থাকছে নির্বাচনী হালচাল কুর্শি ইউনিয়ন নিয়ে ৬ষ্ঠ পর্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com