শনিবার, ২৪ মে ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

শচীন্দ্র কলেজে বার্ষিক মিলাদ-মাহফিল অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল মঙ্গলবার শচীন্দ্র কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে বার্ষিক মিলাদ-মাহফিল উদযাপন করা হয়েছে। পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মো. নজরুল ইসলাম খান। কলেজের শিক্ষার্থীরা যেন আধুনিক শিক্ষা গ্রহণের সাথে সাথে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর আদর্শ অনুসরণের মাধ্যমে উন্নত চরিত্র গঠন করতে পারে এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহর সন্তষ্টির জন্য বাস্তব জীবন ও কাজে কর্মে সততা নৈতিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে- এসকল বিষয়ের উপর গুরুত্বআরোপ করে বক্তারা ধর্মের আলোকে আলোচনা করেন। আলোচনা পর্বে অংশ গ্রহণ করেছিলেন হবিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মো: আব্দুল মজিদ পিরিজপুরী, রিচি দালিখ মাদ্রার সুপার, মাওলানা মুফতি মো: আবু তাহের, গভর্নিংবডির সভাপতি মো: শরীফ উল্লাহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: হাবিবুর রহমান, সহাকারি অধ্যাপক, মো: তরিকুল ইসলাম হারুন, মিলাদ কমিটির আহ্বায়ক প্রভাষক মো: মঈন উদ্দীন, প্রভাষক মো: লতিফ হোসেন, প্রভাষক মো: আঙ্গুর খান, প্রভাষক সঞ্জয় কুমার দাস, ইমাম মাওলানা মো: মুখলেছুর রহমান প্রমূখ। আলোচনা পর্বের শেষে বার্ষিক মিলাদ উপলক্ষে আয়োজিত ইসলামিক জ্ঞান সম্পর্কিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয। মিলাদ-মাহফিলের মূল পর্বে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর উপর দরূদ ও সালাম পাঠ করা হয়। অত্র কলেজের উন্নতি, গভনিংবডির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীর সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে মুনাজাত ও প্রার্থনা করে মাহফিল সমাপ্ত হয়। পরিশেষে সকলের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com