শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

অলিপুরে চুরির অভিযোগে বহুলার দুই যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে চুরির অভিযোগে বহুলা গ্রামের দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে অলিপুর বাজার এলাকার এক দোকানে এ ঘটনা ঘটে। আটকরা হল, সদর উপজেলার বহুলা মোকামবাড়ি গ্রামের আলী হোসেনের পুত্র ইলিয়াছ মিয়া (২৫) ও হিরা মিয়ার পুত্র রায়হান মিয়া (২২)। গতকাল শনিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, গত কয়েকদিন ধরে অলিপুর, সুরাবইসহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। শুক্রবার রাতে তারা দুইজন ওই এলাকায় চুরির প্রস্তুতি নেয়। স্থানীয় লোকজন তাদের আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে হবিগঞ্জ থানায় মাদকের ৬টি মামলা রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com