শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

এডঃ শামীমা খানম এমপি এর যুক্তরাজ্যে হবিগঞ্জবাসীর সাথে মতবিনিময় ও নৈশভোজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৪৩২ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন ॥ গত ৮ নভেম্বর বুধবার উত্তর লন্ডনের স্থানীয় একটি টার্কিশ রেষ্টুরেন্টে জাতীয় সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম এমপি এর সম্মানে অনুষ্টিত হয় এক মতবিনিময় ও নৈশভোজ। সাংসদ অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ প্রদান করেন এই আয়োজন করার জন্য। তিনি দেশে বিশেষ করে সিলেটে পর্যটন খাতে বিনিয়োগের অনুরোধ করেন। তিনি বলেন সুনামগঞ্জের সিলিকা বালি ব্যাবহার করে কাঁচ তৈরীর ইন্ডাস্ট্রী করার অনুরোধ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোমিন আলী, রুবেল খান, সামসুদ্দিন আহমেদ, আবুল কালাম দিলু, বেলাল আহমেদ, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, সৈয়দ দেলোয়ার, মারুফ চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী হিরু, ইফতেখার মালিক চৌধরী রাসেল, সাইদুল হক, এ রহমান অলি, জালাল আহমেদ, শফিউল আলম সজল, মশিউর রহমান জাভেদ, জসিম উদ্দিন, আতিকুর রহমান, কামাল চৌধুরী, শাকিল সাইফুর রহমান, সুমন চৌধুরী প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুহেল। হবিগঞ্জ কমিউনিটির ব্যক্তিবর্গ বলেন, শামীমা আমাদের হবিগঞ্জের মেয়ে, সুনামগঞ্জের এমপি হিসেবে আমাদের মুখ উজ্জ্বল করেছে। ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাক্। উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জের কমিউনিটি নেতৃবৃন্দ পরিবারের সদস্যসহ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এডভোকেট শামীমা আক্তার খানম এমপি বিশ্ব জলবায়ূ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে যুক্তরাজ্যে যান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com