শুক্রবার, ১৬ মে ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

হবিগঞ্জ জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী। সভায় হবিগঞ্জ জেলা ও প্রতিটি উপজেলায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের বিজয় নিশ্চিতে কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য সকল নেতাকর্মীকে বলে দেয়া হয়। দলীয় প্রতীকের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করলে অথবা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও সভায় জানানো হয়। সভায় বক্তব্য রাখেনÑজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, হবিগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, বাহুবল উপজেলা যুবলীগের আহবায়ক সৈয়দ মিলাদ, হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি, চুনারুঘাট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম আজাদ, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব ও নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমেদ কাজল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com