শনিবার, ২৪ মে ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

সমাচার সম্পাদকের উপর হামলাকারী সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি

  • আপডেট টাইম বুধবার, ২৫ জুন, ২০১৪
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিকের উপর হামলাকারী সন্ত্রাসীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে হবিগঞ্জ প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক জরুরী প্রতিবাদ সভায় এ দাবী জানানো হয়।
প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকুর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি আমির হোসেন, খোয়াই সম্পাদক শামীম আহছান, এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান, প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, রুহুল হাসান শরীফ, সাবেক সাধারণ সম্পাদক শোয়েব চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আব্দুস শহীদ, তরফ বার্তা সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল মঈন চৌধুরী টিপু, কোষাধ্যক্ষ আব্দুল বারিক লস্কর, সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালীম, একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, স্বদেশ বার্তার নির্বাহী সম্পাদক মুজিবুর রহমান, দেশ টিভির জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপ, বাংলা নিউজ ২৪.কম-এর জেলা প্রতিনিধি জিয়া উদ্দিন দুলাল, দৈনিক সমাচারের নির্বাহী সম্পাদক এম এ ওয়াহেদ, যুগ্ম সম্পাদক শরীফ চৌধুরী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সুরুজ আলী, চ্যানেল এস-এর সিরাজুল ইসলাম জীবন, সমাচারের বিশেষ প্রতিনিধি অপু চৌধুরী, স্টাফ রিপোর্টার অসিত কুমার চৌধুরী, খোয়াই‘র স্টাফ রিপোর্টার মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com