রবিবার, ২৫ মে ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বঙ্গবন্ধু ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কমিটির এক পরামর্শ সভা গতকাল আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহিয়া চৌধুরী। এতে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ উদ্দিন মাস্টার, আনসার উদ্দিন আহমেদ, মোঃ আব্দুল জলিল, মোঃ হাসানুজ্জামান খান, নিশিকান্ত দাশ, ছইফা রহমান কাকলী, বীর মুক্তিযোদ্ধা আহসান উদ্দিন জামাল, মোছাঃ শামছুন্নাহার, আসিকুল বেগম, মোছাঃ হামিদা বেগম, মোঃ শাহজাহান মিয়া, মোরশেদুল আলম, ভূপিকা রঞ্জন দাশ, মোঃ ইসমাইল হোসেন মিয়া, মোজাক্কির হোসেন, আরব আলী খা, অন্তর দাস সৌরভ, শফিউল আলম, আসাদুজ্জামান, এখলাছুর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধু ফাউন্ডেশন হবিগঞ্জ পৌর কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি ভূপিকা রঞ্জন দাশ, সহ-সভাপতি মোঃ আরব আলী খা, শুধাংসু তালুকদার, এস এম তাহের (বীর মুক্তিযোদ্ধা), সালেহ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক নিশিকান্ত দাশ (মেম্বার), সহ-সাধারণ সম্পাদক অন্তর দাস সৌরভ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান (জামান)। উক্ত কমিটি আগামী ১৮ সেপ্টেম্বর কার্যকরি কমিটির সভায় পুর্ণাঙ্গ কমিটি উপস্থাপন করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com