শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ-মার্কুলী সড়কে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১ সদর হাসপাতালে ডাক্তার থাকে ঘুমে ॥ চিকিৎসা করে ইর্ন্টানীরা হবিগঞ্জ শহরে পকেটমারের অভিযোগে আওয়াল আটক মাধবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহানের গণসংযোগ লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন

বানিয়াচংয়ে বাইসাইকেল বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে উপজেলার কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ মন্ত্রনালয়ের পক্ষ থেকে হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাধানে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে আনুষ্টানিকভাবে গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নাজমুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি প্রমূখ। উপজেলা থেকে জানানো হয়, গ্রাম পুলিশের ১‘শ ৩০ জন সদস্যর মধ্যে বাইসাইকেল বিতরন করা হয়। এর মধ্যে পুরুষ ১‘শ ৫ জন ও মহিলা ২৫ জনকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। এ ব্যাপারে গ্রাম পুলিশের হবিগঞ্জ জেলার সভাপতি শেখ মোঃ ইউনুস আলী বলেন, আমাদেরকে ইউনিয়ন পরিষদের নানান কাজে সারাদিনই বিভিন্ন জায়গায় যেতে হয়। আমাদেরকে সরকারের পক্ষ থেকে বাইসাইকেল দেওয়ায় আমাদের এখন খুবই উপকার হবে।
গ্রাম পুলিশের সদস্য শিরিন বেগম বলেন, আমরা খুবই খুশি এই সাইকেল পেয়ে। গ্রাম পুলিশের সদস্য মিনতি রানী দাশ বলেন, আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে প্রতিদিনই যাওয়া আসা করি। আমাদের বাইসাইকেল দরকার ছিল। সরকার আমাদের আশা পূরন করেছে।
এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগ হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ নাজমুল ইসলাম বলেন, গ্রাম পুলিশের সদস্যদের কাজের গতি এখন আরও বেগবান হবে বলে আশা করছি। তাদের সকল সুযোগ সুবিধা পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com