স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম’ এর হবিগঞ্জ জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ নাসির উদ্দীন মাহমুদকে কৌশলে অপহরণ ও জিম্মি করে অস্ত্রের মুখে বেশ কিছু কাগজে স্বাক্ষর নেয়া হয়েছে। এ ঘটনায় শহরতলীর গবিন্দপুর গ্রামের হাজী হরমুজ আলীর পুত্র মোঃ তাজুল ইসলাম (২৮) এর বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ প্রদান করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম’ হবিগঞ্জে বাস্তবায়নের দায়িত্ব আর.ডি.আর.এস বাংলাদেশ। আরডিআরএস হবিগঞ্জে ১৮০টি গণশিক্ষা কেন্দ্রে মাধ্যমে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, আজমিরীগঞ্জ ও বাহুবল উপজেলায় প্রাথমিক শিক্ষা থেকে ঝড়ে পড়া ৮ থেকে ১৪ বছর বয়সীদের মাঝে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। আরডিআরএস এর হবিগঞ্জ জেলা প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ নাসির উদ্দীন মাহমুদ। ইতিমধ্যে আওতাভূক্ত এলাকার ‘আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম’ বাস্তবায়নে জরিপ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এদিকে অভিযুক্ত মোঃ তাজুল ইসলামের গবিন্দপুর গ্রামে খাজা ট্রেনিং সেন্টার রয়েছে। এ সুবাধে নাসির উদ্দিন মাহমুদের সাথে তাজুল ইসলামের পরিচয় হয়। গড়ে উঠে সখ্যতা। তিনি জানান, তাজুল ইসলাম বিভিন্ন স্থানে নিজেকে আরডিআরএস এর কো-অর্ডিনেটর পরিচয় দিয়ে ‘আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম’ এর স্কুলে চাকুরী দেবার নাম করে জরিপকারীদের প্রত্যেকের নিকট থেকে ২০/৩০ হাজার টাকা করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অথচ তাজুলের সাথে আরডিআরএস এর কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। চাকুরী দেয়ার আশ্বাস দিয়ে তাজুল ইসলামের টাকা গ্রহণের খবর পেয়ে নাসির উদ্দিন মাহমুদ হতভম্ব হয়ে পড়েন। তিনি কোন ধরনের টাকা লেনদেন না করার জন্য জরিপকারীদের নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে তাজুল। নাসির উদ্দিন মাহমুদ অভিযোগে উল্লেখ করেন, তিনি গত ৩১ আগষ্ট সকাল ১০ টার দিকে জেলা পরিষদ অডিটরিয়ামে কোভিট ১৯ এর টিকা কেন্দ্রে অবস্থান করছিলেন। এ সময় তাজুল ফোনে যোগাযোগ করে সঙ্গীয়দের নিয়ে জেলা পরিষদ অডিটরিয়ামে আসে। এক পর্যায়ে আবেদন পত্র লিখে দেয়ার কথা বলে কৌশলে অনেকটা জিম্মি করে তাকে গবিন্দপুরস্থ তাজুলের খাজা ট্রেনিং সেন্টারে নিয়ে যায়। এর আগেই সেখানে ‘আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম’ এর জরিপকারী ৬০জনকে উপস্থিত রাখা হয়। তাদের চাকুরী দেয়ার কথা বলে তাজুল ইসলাম প্রত্যেকের নিকট থেকে ২০/৩০ হাজার টাকা গ্রহণ করে। এ সময় তাজুল ও তার সঙ্গীরা গায়ে অস্ত্র ঠেকিয়ে উপস্থিত ৬০ জরিপকারীকে চাকুরী নিশ্চিত করার ঘোষণা দেয়ার জন্য নাসির উদ্দিন মাহমুদকে বলে। অন্যতায় হত্যার হুমকী দেয়। এ সময় তিনি কৌশল অবলম্বন করে কিছু কথা বলে ট্রেনিং সেন্টার থেকে বেরিয়ে আসতে চাইলে তাকে এরা একটি কক্ষে আটকে রেখে মারধর করে। এক পর্যায়ে বিভিন্ন ধরনের শতাধিক কাগজে জোড়পুর্বক নাসির উদ্দিন মাহমুদের স্বাক্ষর নেয়া হয়। কাগজে কি লেখা আছে তা তাকে পড়তে দেয়া হয়নি। পরে তাকে একটি কক্ষে আটকে রেখে জরিপকারীদের নিকট থেকে টাকা রেখে বিদায় দেয়। পরে এ ঘটনা কাউকে বললে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে বলে হুমকী দিয়ে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। এ সময় ঘরের ভেন্টিলেটর দিয়ে বাহিরে পথচারীদের দৃষ্টি আকর্ষন করে তাকে বাচানোর আকুতি জানালে পথচারীদের সহযোগিতায় রোম খুলে দিলে নাসির উদ্দিন দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন। পরে নাসির উদ্দিন বিষয়টি হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।
উল্লেখ যে, ‘আউট অব স্কুল চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম’ এর নিয়ম অনুযায়ী অন্য কোন স্কুলের শিক্ষক বা শিক্ষার্থী জরিপের আওতার বাহিরে থাকবে। কিন্তু উক্ত আইনকে অমান্য করে এনজিও সংস্থা জিএলডিপি পরিচালিত ৪০টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীকে উক্ত জরিপের আওতাভূক্ত করা হয়েছে। যা সম্পূর্ণ বে-আইনী। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নজরে আসলে তিনি জিএলডিপির ৪০টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীকে উক্ত জরিপের তালিকা থেকে বাদ দেয়ার নির্দেশ প্রদান করেন।