শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসির বাস দোকানে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩৩৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে (বিআরটিসি) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনর যাত্রীবাহী বাস দোকানে ঢুকে পড়েছে। এতে করে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে আহত ১০ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় রাস্তার পার্শ্বে থাকা কয়েকটি দোকানে ঢুকে যায়। এতে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, চালক পালিয়ে গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com