প্রেস বিজ্ঞপ্তি ॥ মহামারী করোনায় আক্রান্ত হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এড: মো: আবু জাহির এমপি ও তাঁর সহধর্মিনী আলেয়া আক্তার এবং জেলা প্রশাসক ইশরাত জাহান এবং তাঁর স্বামী অতিরিক্ত সচিব শরীফুল ইসলাম এর রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে হাজী আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দাতা প্রতিষ্ঠাতা ও হাজী জুবেদা খাতুন ইসলামিক কেজি প্রতিষ্ঠানের দাতা প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন শাহ্ জাহানের উদ্যোগে সৈয়দপুরে গাজী আকবর আলী রেজভী সুন্নিয়া হাফিজ খানায় এই দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এছাড়াও শায়েস্তানগর গাউছিয়া সুন্নিয়া এতিম হিফজ খানায়ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। মিলাদ মাহফিলে মাদ্রসার ছাত্র-শিক্ষক ও অভিভাবক এবং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে আক্রান্ত ব্যক্তিদের সুস্থতা কামান করে বিশেষ মোনাজাত করা হয়।