শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে ফোনে কথা বলার সময় কলেজ ছাত্রীর মোবাইল ছিনতাই

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার কেলিকানাইপুর গ্রামে কলেজ ছাত্রীর কাছ থেকে মোবাইল ছিনাতাইয়ের ঘটনা ঘটেছে। জানা যায়, পৌর এলাকার কেলিকানাইপুর গ্রামের ধীরেন্দ্র চন্দ্র পালের মেয়ে শুভ্রা পাল ২৭ জুন রবিবার সন্ধ্যায় তার নিজ বসত বাড়ির উঠানে দাড়িয়ে আত্মীয়ের সাথে মোবাইল ফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে একই এলাকার কনাই মিয়ার পুত্র শরিফ মিয়া (১৯) ও আব্দুল রউফের পুত্র রুমান মিয়া (২০) আচমকা মোবাইলে কথা বলতে থাকা শুভ্রা কাছ থেকে জোর পূর্বক মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে তার শোর চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ বিষয়টি ওয়ার্ড কমিশনারসহ গন্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে কলেজ ছাত্রীর ছোটভাই দেবপ্রিয় পাল অন্তুু নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য শরিফ মিয়া ও রুমান মিয়ার বিরুদ্ধে এলাকায় ও নবীগঞ্জ থানায় চুরি ও ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com