শনিবার, ২৪ মে ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

৪টি প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় ৪টি ইউনিয়নের ২ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মানবিক সহায়তা বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এ সহায়তা বিতরণ করেন। সকাল এগারোটার দিকে প্রথমেই পইল ইউনিয়নে সহায়তা বিতরণ করা হয়। এরপর ধারাবাহিকভাবে লস্করপুর, নিজামপুর ও রাজিউড়া ইউনিয়নে সহায়তা বিতরণ করেন সংসদ সদস্য। প্রতিটি ইউনিয়নের ৫শ’ জন করে চার ইউনিয়নে মোট ২ হাজার মানুষকে ৫শ’ টাকা করে এ সহায়তা প্রদান করেন তিনি। সহায়তা বিতরণের সময় অন্যান্যের মাঝে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, মাহবুবুর রহমান হিরো, তাজ উদ্দিন আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন। সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির উপকারভোগী নারী-পুরুষদের সামনে সরকারের মানবিক কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং ধর্মের নাম ব্যবহার করে দেশে বিশৃংখলা সৃষ্টিকারীদের প্রতি সকলকে সজাগ থাকার পরামর্শ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com