শনিবার, ২৪ মে ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে ব্যাঙের ছাতার মতো লাইসেন্স বিহীন বেকারী ও আইসক্রিম ফ্যাক্টরী

  • আপডেট টাইম রবিবার, ২০ জুন, ২০২১
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ব্যাঙের ছাতার মতো লাইসেন্স বিহীন বেকারী ও আইসক্রিম ফ্যাক্টরী গড়ে উঠেছে। এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন পণ্য তৈরি করা হচ্ছে। অল্পদামে ক্রয় করে কিছু অসাধু দোকানদাররা বিক্রি করছে। আর এসব খাবার খেয়ে স্কুলের কোমলমতি শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। যদিও ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসব বেকারি মালিকদেরকে জরিমানা করেন। কিন্তু কিছুদিন যাবার পরও পুনরায় তারা এসব ব্যবসায় জড়িয়ে পড়েন। স্থানীয়রা জানান, শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকার পূর্ব লেঞ্জাপাড়া, দাউদনগর মাছের বাজার, সাবাসপুর, পূর্ব বড়চর, দেউন্সি স’মিল এলাকা, ড্রাইভার বাজার, পুরান বাজারসহ বিভিন্ন এলাকায় ২০টির মতো বিস্কুটের বেকারী আছে। এ ছাড়া রয়েছে কয়েকটি আইসক্রীম ফ্যাক্টরী। আর এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর বিভিন্ন খাবার তৈরি হচ্ছে। এসব খাবারের নেই কোনো অনুমোদন। কেমিক্যাল ও কৃত্রিম রং মিশিয়ে তৈরি করা হচ্ছে আইসক্রীম। এসব খাওয়ার পর ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগ বালাই হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, সম্প্রতি সাবাসপুরের একটি ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। তালিকা করে অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com