শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

লাখাইয়ের শিবপুরে এমপি আবু জাহিরকে বরণ করতে ২শ’ নৌকা প্রস্তুত ॥ জবাই করা হবে ৩টি গরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৩
  • ৪০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এমপি আবু জাহিরকে কাল শুক্রবার লাখাইয়ের শিবপুর গ্রামবাসী নৌ শুভাযাত্রাসহকারে বরণ করবে। এজন্য ২’শ নৌকা প্রস্তুত রাখা হয়েছে। ভোজনের জন্য জবাই করা হবে ৩টি গরু। এলাকায় উন্নয়নে অসামান্য অবদান রাখায় এই কর্মসূচি গ্রহন করা হয়েছে বলে জানান গ্রামবাসী।
এমপি আবু জাহির শিবপুর গ্রামে জনসভায় বক্তব্য দেয়ার পাশাপাশি স্থানীয় স্কুলের একটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গ্রামবাসীর চাহিদার উপর ভিত্তি করে তিনি নতুন কোন উন্নয়ন প্রকল্পের ঘোষনা দিতে পারেন।
অতীতে শিবপুর গ্রামটি ছিল উন্নয়ন বঞ্চিত। এমপি আবু জাহির নির্বাচিত হওয়ার পর শিবপুর গ্রামে যোগাযোগ ও শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কাজ করেন। গ্রামের ছিলনা কোন যোগাযোগ ব্যবস্থা। এমপি আবু জাহির গ্রামের ২কিলোমিটার রাস্তা সাব মার্সেবল সড়ক হিসাবে পাকা করেন। শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করেন এবং গ্রামের পার্শ্ববর্তী সুজন গ্রামে প্রাইমারী স্কুল প্রতিষ্ঠা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com