বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

জনগণের সাথে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে-বিভাগীয় কমিশনার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৩১৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন, প্রশাসনের কর্মকর্তাগন হলেন প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের ট্যাক্সের টাকায় আমরা কর্মকর্তা-কর্মচারীগণ বেতন পাই। সেই জন্য জনগণের সাথে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী আচরণ ও ব্যবহার করতে হবে।
তিনি বলেন, করোনার সংকটে যেখানে বেসরকারি অনেক প্রতিষ্টান বন্ধ হয়ে যাচ্ছে এমন কি অনেকের বেতন-ভাতা বন্ধ রয়েছে সেখানে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীগণের বেতন বন্ধ হয় নাই।
বক্তব্যের শেষ পর্যায়ে বিভাগীয় কমিশনার কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ৯টা-৫টা সেবার মনোভাব নিয়ে মনোযোগ সহকারে কাজ করলে অনেক সমস্যার মধ্যেও আমরা দেশকে এগিয়ে নিতে পারবো।
গতকাল বুধবার সকালে বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার উপরোক্ত কথা বলেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, উপজেলা পোস্ট মাষ্টার লিটন চৌধুরী, বানিয়াচং উপস্বাস্থ্য কেন্দ্রের ডাঃ সজীব, ইউআরসি কর্মকর্তা জাহিদ তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া প্রমুখ।
সভাশেষে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, দু’টি ইউপি ডিজিটাল সেন্টার, আশ্রয়ন প্রকল্প, কাচারি অফিস, বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এরপূর্বে বানিয়াচং উপজেলা পরিষদে পৌছার পূর্বে পথিমধ্যে খানবাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয় ও জাতুকর্ণ পাড়ায় নির্মাণাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com