স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার হরিপুর গ্রামে আরিফা আক্তার নামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে খেলতে গিয়ে সে সকলের অগোচরে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে পরিবারের লোকজন পানিতে তার দেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সে ওই গ্রামের সাইফুল ইসলামের কন্যা।