শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে চোরাই মালামালসহ ৩ ভাঙ্গারী ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৩৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে চোরাই মালামালসহ ৩ভাঙ্গারী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন, নছরতপুর ভাঙ্গারি দোকানের মালিক হবিগঞ্জ সদর ইউনিয়নের লুকড়া গ্রামের হাজ্বী সমসু মিয়ার ছেলে সাইদুল মিয়া (২৮), সুরাবই প্রকাশিত কারামারা গ্রামের তৌহিদ মিয়ার ছেলে শাহ আলম (২২) ও সুরাবই গ্রামের মৃত উছমান মিয়ার ছেলে নাছিম (৩৫)। গত শুক্র ও গতকাল শনিবারে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেও গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় দেবের নেতৃত্বে একদল পুলিশ নছরতপুর ও ওলিপুর পৃথক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানি থেকে চুরি করে নিয়ে আসা ১৩০ কেজি লোহা ও তামা ভাঙ্গারির দোকানে ক্রয়বিক্রয়কালে সাইদুল ও শাহ আলমকে হাতেনাতে গ্রেফতার করেন। পরে তাদের দেয়া তথ্যমতে শনিবার রাতে নাছিমকে গ্রেফতার করা হয়।
খোজ নিয়ে জানা গেছে, রাতের আঁধারে ওলিপুর এলাকায় বিভিন্ন কোম্পানির মেশিনারির যন্ত্রাংশ, অটোরিকশা ছিনতাই, প্রাইভেটকার, বাড়ির পাশে থাকা পানির কলসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়। এসব চোরাই মালামাল ভাঙ্গারির দোকানগুলোতে বিক্রি করা হয়। ভাঙ্গারী মালিকরা গভীর রাত পর্যন্ত গ্যাস দিয়ে কেটে টুকরা টুকরা করে অন্যসব সরঞ্জামের সাতে মিশিয়ে রেখে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com