শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

পূজায় স্বাস্থ্যবিধি মেনে চলুন, সম্প্রীতি বজায় রাখুন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সারা বিশ্ব মহামারির মধ্য দিয়ে যাচ্ছে। সেজন্য এবার ভিন্ন প্রেক্ষাপটে সীমিত পরিসরে দুর্গাপূজার আয়োজন হয়েছে। করোনা সংক্রমন এড়াতে অনুষ্ঠানস্থলে স্বাস্থ্যবিধির বিষয়ে সতর্ক থাকতে হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কালিবাড়ীতে হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অস্বচ্ছল নারী-পুরুষদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, হবিগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা। ঈদ-পূজা কোন সময়ই আমাদের এখানে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ধারাবাহিকতা রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। এবারের পূজায় স্বাস্থ্যবিধি মেনে চলুন, সম্প্রীতি বজায় রাখুন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নলিনী কান্ত রায় নিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মোদক, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট সুধাংশু সূত্রধর, স্বপন লাল বণিক, বিশ্বজিৎ বণিক, আশুতোষ অধিকারী, অধ্যক্ষ পার্থ প্রতীম দাশ, অ্যাডভোকেট তুষার মোদক, কাউন্সিলর গৌতম রায়, বিপ্লব রায় চৌধুরী, পিন্টু আচার্য্য, অর্জুন রায়, কৌশিক আচার্য্য পায়েল প্রমুখ।
পরে এমপি আবু জাহির জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দুই শতাধিক অস্বচ্ছল নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com