শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে অবৈধ পার্কিং, অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৩৩৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের শেরপুর রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন।
এ সময় সহযোগিতা করেন এসআই রতনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ। রবিবার (১১ অক্টোবর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত ভাড়া, মাস্ক বিহীন চলাচল, অবৈধ পার্কিং ইত্যাদির কারণে ৫টি মামলায় বিভিন্ন আইনে ৩২ হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি সিএনজি, অটোরিক্সা আটক করা হয়েছে এবং শেরপুর রোড বাসস্ট্যান্ড এলাকায় বাস ও সিএনজি চালকদের অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, স্বাস্থ্য বিধি মেনে চলা ও সরকার নির্দেশিত ভাড়া যাতে যথাযভাবে আদায় করা হয় সে বিষয়ে সতর্ক করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com