শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

সানাবই গ্রামে কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে যুবক আটক

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে মোহাম্মদ ফরহাদ নামে এক যুবক আটক। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবক মোহাম্মদ ফরহাদকে (২৫) আটক করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাতে। অভিযুক্ত মোহাম্মদ ফরহাদ সদর উপজেলার চারিনাও গ্রামের সামছু মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদের পিত্রালয় একই উপজেলার চারিনাও গ্রামে। গত কয়েক মাস ধরেই সে তার নানার বাড়ি সানাবই গ্রামে বসবাস করে আসছিল। সেখানে থাকার সুবাদে তার কু-দৃষ্টি পড়ে ১৩ বছরের ঐ কিশোরীর উপর। গত সোমবার রাতে সকলের অগোচরে সে ওই কিশোরীকে ঘরে একা পেয়ে বাড়ির সামনে পুকুর পাড়ে নিয়ে জোর করে ধর্ষণ করে। কিশোরী প্রায় ঘন্টা খানেক পর নিজ ঘরে এসে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ সময় জনতা অভিযুক্ত ফরহাদকে আটক করে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবকে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com