লন্ডন প্রতিনিধি ॥ গত ১লা জানুয়ারী ২০২০ইং বুধবার পূর্ব লন্ডনের নিদা হাউজে হবিগন্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের উদ্যোগে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাছিরুল ইসলাম এর সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বাংলাদেশের সাবেক কৃতি ফুটবলার চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকনের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় বক্তব্য রাখেন, জালাল উদ্দিন, বাকী বিল্লাহ জালাল, আলমগীর চৌধুরী, সৈয়দ দেলোয়ার হোসাইন, এম এ আজিজ, রেজা তালুকদার লাকী, দেলোয়ার হোসেন
চৌধুরী হিরু, সৈয়দ ফারহান, শফিউল আলম সজল, এ রহমান অলি, কাজী তাজউদ্দিন আকমল, হাজী জামাল উদ্দিন, রিয়াজ আহমদ, অলিউর রহমান শাহীন, আলাল মহসিন, আঙ্গুর, অজিত দাস, আফজাল বর চৌধুরী, আলামিন মিয়া, শাহ শহীদ আলী, দেওয়ান রব, খায়রুজামান জাহাঙ্গীর, শাহ রাসেল, এনামূল হক, ইমরান আহমেদ, শাজাহান কবির, আসাবুর রহমান জীবন, সাইফুর রহমন জুয়েল, মোঃ মিন্টু, মোফাজ্জল হাসান শ্যামল, সাইফুল ইসলাম হেলাল, আবির চৌধুরী তরুন, কায়েস, প্রমুখ। অনুষ্ঠানের শেষে সবাই নৈশভোজ অংশগ্রহন করেন।