শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

বাহুবলে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে আহত ৬

  • আপডেট টাইম রবিবার, ৪ মে, ২০১৪
  • ৪৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৬ যাত্রী আহত হয়েছে। আহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিল। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি নারায়নগঞ্জে। তবে তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- সিলেটে শাহজালাল (রহঃ) মাজার জিয়ারত শেষে নারায়নগঞ্জের ছয় নারী-পুরুষ একটি পিকআপ ভ্যানযোগে গতকাল শনিবার বিকেলে বাড়ি ফিরছিলেন। পিকআপটি উল্লেখিত স্থানে পৌছালে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে পিকআপটি রাস্তার ডান দিকে চলে যায়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী একটি ভলবো বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপটি ধুমড়ে মুচড়ে গিয়ে ছয় যাত্রী আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশংকাজনক অবস্থায় এক নারী ও দুই পুরুষ যাত্রীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিন জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পুলিশ বাসটি আটক করেছে। তবে, চালক ও এর সহযোগী পালিয়ে গেছেন। হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com