বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

যুবলীগে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের স্থান নেই-আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করছে যুবলীগ। এই সংগঠনে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের স্থান নেই। অপরাধীদের কোন দল নেই। তারা দেশ ও জাতির শক্র। তাদেরকে সামাজিকভাবে বয়কট করে আইনের আওতায় আনতে হবে। যুবলীগের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে এক মহল মাঠে সক্রিয়। তারা যতই ষড়যন্ত্র, চক্রান্ত করুক, যুবলীগের ভাবমুর্তি নষ্ট করতে পারবে না। দলের কোন নেতা কর্মীও যদি যুবলীগের ভাবমুর্তি নষ্ট হয় এমন কর্মকান্ডে লিপ্ত থাকে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের নিমিত্তে সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীর প্রতি জোর দাবি জানান তিনি।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হবিগঞ্জ জেলা যুবলীগের এক জরুরী সভায় প্রধান অতিথিৎর বক্তব্যে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন শফিকুজ্জামান হিরাজ।
বক্তব্য রাখেন সহÑসভাপতি শওকত আকবর সোহেল, গৌতম কুমার রায়, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ, সদর উপজেলা যুবলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন, জেলা যুবলীগের সম্পাদক মন্ডলির সদস্য শাহ আলম সিদ্দিক, রুহুল আমীন সিজিল, আব্দুল হাকিম, জামাল মিয়া, মঈন উদ্দিন চৌধুরী সুমন, বদরুল আলম, ডা. পিন্টু আচার্য্য, শাহরিয়া চৌধুরী সুমন, সৈয়দ শাহ দরাজ, পৌর যুবলীগের আহবায়ক ডা. ইসতিয়াক রাজ চৌধুরী, জেলা যুবলীগ নেতা ফারুক মিয়া, সবুজ আহমেদ, মো. জাহির, শাহ জুবায়দুর রহমান নাজু, দ্রুব জ্যোতি দাশ টিটু, শাহ বাহার, ইমতিয়াজ জাহান শাওন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান, জুয়েলুর রহমান, সজল খান, আলী আফজাল আপন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোতাব্বির তালুকদার পারভেজ, আবু হোসাইন জনি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com