শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

হবিগঞ্জ বিশ্ব নদী দিবসের আলোচনায় বক্তারা ॥ নদীকে সকল রকম দূষণ ও দখল থেকে মুক্ত রাখতে হবে

  • আপডেট টাইম সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘নদী একটি জীবন্ত সত্ত্বা, এর আইনি অধিকার নিশ্চিত কর’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বনদী দিবস ২০১৯ উপলক্ষে হবিগঞ্জে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে শহরের শ্যামলীস্থ ডাক্টরস পার্ক এ অনুষ্ঠিত বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও খোয়াই রিভার ওয়াটার কিপার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্য মোঃ ইকরামুল ওয়াদুদ। এতে বক্তব্য রাখেন বাপা জেলা সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন, এডভোকেট আফসানা আক্তার, আবিদুর রহমান রাকিব, সাইফুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা বলেন, একটি দেশের সুষ্ঠু পরিবেশ ও জীব বৈচিত্র রক্ষা করতে হলে ওই দেশের নদী সমূহের গতিপথ অবারিত রাখতে হবে। নদীকে সকল রকম দখল ও দূষণ থেকে মুক্ত রাখতে হবে। বক্তাগণ হবিগঞ্জের পুরাতন খোয়াই নদী উদ্ধারে প্রশাসনের ভূমিকাকে স্বাগত জানান এবং শহরের কিবরিয়া ব্রীজ এলাকা থেকে বগলা বাজারের মাছ বাজার এলাকা পর্যন্ত পুরাতন খোয়াইর অনুরূপ নদী উদ্ধার অভিযান পরিচালনার আহ্বান জানান। সভা পরিচালনা করেন বাপা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ এসএস আল আমিন সুমন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com