শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

২০ ঘন্টা বিদ্যুৎহীন চুনারুঘাট উপজেলা ও পৌর শহর

  • আপডেট টাইম বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪
  • ৬৭১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ সামান্য ঝড় বৃষ্টি হলেই চুনারুঘাট উপজেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন চলে গেলেও বিদ্যুৎ এর দেখা পায়না উপজেলাবাসী। উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকরা জানান, চুনারুঘাট পল্লী বিদ্যুৎ এর জোনাল অফিসের কিছু অদক্ষ ও দায়িত্বহীন কর্মকর্তা কর্মচারীর কারনে সমিতির গ্রাহকদের ভূগান্তি দিন দিন বাড়ছে। সারা উপজেলা বিনা কারনে বিদ্যুৎহীন থাকছে। গত রবিবার রাত ১১ টা থেকে সোমবার সন্ধা ৬ টা পর্যস্ত ২০ঘন্টা বিদ্যুৎহীন থাকে চুরুঘঅট পৌর শহরসহ সারা উপজেলা। সোমবার সন্ধ্যা ৬ টায় পৌরবাসী বিদ্যুৎ ফেলেও রাত ১০ টা পৌর শহর ছাড়া সারা উপজেলা বিদ্যুৎহীন থাকে। যার ফলে মোবাইল টাউয়ার গুলো বন্ধ হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা নেটওয়ার্কের বাহিরে চলে যায় চুনারুঘাট। বাসা বাড়ী ও দোকানের প্রায় ৫০ লাখ টাকার খাবার পচে নষ্ট হয়ে যায়। সরকারী অফিস ব্যাংক বীমাসহ নানা প্রতিষ্টান অচল হয়ে পড়ে। গরমে শিশুসহ শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন। জেলা ও আশপাশের উপজেলা গুলোতে সোমবার সকালে বিদ্যুৎ ফেলেও চুনারুঘাটবাসী বিদ্যুৎহীন থাকেন ২০ ঘন্টা। সাব স্টেশন থাকলেও উপজেলা দিনের পর দিন বিদ্যুৎহীন থাকায় উপজেলাবাসীর মাঝে ক্ষোভ বাড়ছে। পল্লী বিদ্যুৎ এর একজন গ্রাহক জানান, ঝড় আসলেই বিদ্যুৎ লাইনে মেরামতের কাজ শুরু করে বিদ্যুৎ কর্মীরা অন্য সময় জেন মেরামতের কাজের কথা তারা ভূলে যায়। সময় মত ঝুকিপূর্ন খুটি গুলো মেরামত করা হলে সামান্য ঝড় বৃষ্টিতে দিনের পর দিন উপজেলা বিদ্যুৎহীন থাকতনা। গ্রাহকদের কষ্ট করতে হতনা। এদিকে, চুনারুঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অভিযোগ মোবাইল -০১৭৬৯৪০১২১৯ নাম্বারে ফোন করলে প্রায় সময়ই শুনা যায় এই মুহুর্তে সংযোগ দেয়া সম্ভবনা। ভাগ্যক্রমে সংযোগ ফেলে বিদ্যুৎ র্কমচারী মসকারী করে বলেন, খবর ভালনা, ৩৩ হাজার কেভি নষ্ট, শাহজিরবাজার বিদ্যুৎ কেন্দ্র অচল নতুবা খুটি পড়ে গেছে। আসলে কি কারনে বিদ্যুৎ চলে গেছে অথবা কখন বিদ্যুৎ আসবে সেটা গ্রাহকদের সটিক জবাব দেয়া হয়না। এমন অধিকার নেই যেন সমিতির গ্রাহকদের। অথচ গ্রাহকের টাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জন্ম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com