স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তিতখাই গ্রামে জায়গা দখল নিয়ে দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ৫ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামেতর জয়নাল আবেদীনের সাথে তার প্রতিবেশী আব্দুর রউফের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গতকাল ওই সময়ে উভয় পরে লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার এসআই পলাশ চন্দ্র দাসসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। এ সময় সংঘর্ষে উস্কানি ও জড়িত থাকার দায়ে জামাল মিয়া, নবীর হোসেন, আয়াত আলী, আহাম্মদ আলী ও মামুন মিয়াকে করে।
গতকাল বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।